ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ত্র মামলায় রিমান্ড শেষে সাহেদ জেল হাজতে

প্রকাশিত: ২১:৫৩, ৬ আগস্ট ২০২০

অস্ত্র মামলায় রিমান্ড শেষে সাহেদ জেল হাজতে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইন মামলায় ১০ দিনের রিমান্ড শেষে বহুল আলোচিত করোনা টেস্ট জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামি সাহেদ করিমকে জেল হাজতে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট রাজিব কুমার রায় তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার দুপুরে এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এস.আই রেজাউল করিম তাকে দেবহাটা আমলী আদালতে হাজির করেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায়। এর আগে গত ১৫ জুলাই ভোর ৫টা ১০ মিনিটে সাহেদ করিমকে গ্রেফতার করে র‌্যাব। ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
×