ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধামরাই ও আশুলিয়ায় পানিতে ডুবে পাঁচ জনের মৃত্যু

প্রকাশিত: ০০:৫৪, ৫ আগস্ট ২০২০

ধামরাই ও আশুলিয়ায় পানিতে ডুবে পাঁচ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ আগস্ট ॥ ধামরাই ও আশুলিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ধামরাই থানাধীন বাইল্লা ও রৌহারটেক গ্রামে এবং আশুলিয়া থানাধীন গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন বিকেলে আশুলিয়ায় গোয়ালবাড়ি এলাকায় বন্যার পানিতে গোসল করতে নামে কয়েকজন যুবক। এসময় সুজ্জল (১৭) নামে এক যুবক পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে এদিন দুপুরে ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের বাইল্লা এলাকার হাকিম আলী নামে এক ব্যক্তি তার অসুস্থ ছেলের বউ রুবিয়া বেগমকে নিয়ে চিকিৎসা শেষে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে নৌকাটি উল্টে যায়। দমকা হাওয়ায় নৌকা ডুবে গেলে হাকিম আলী (৭০) ও নাতনি মুন্নী আক্তার (১১) মারা যান। পরে স্থানীয়রা রুবিয়াকে জীবিত উদ্ধার করেন। অপরদিকে একই দিন দুপুরে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের রৌহারটেক গ্রামে নৌকা ডুবে কলেজছাত্রী আফিয়া আক্তার (২০) ও শারমিন আক্তার (২১) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দশম শ্রেণীর ছাত্রী পন্থি আক্তার (১৫) নামে আরও একজন নিখোঁজ রয়েছে।
×