ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢামেকের ভাইরোলজি বিভাগের প্রধান করোনা আক্রান্ত

প্রকাশিত: ০০:৫৪, ৫ আগস্ট ২০২০

ঢামেকের ভাইরোলজি বিভাগের প্রধান করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সুলতানা শাহানা বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। মঙ্গলবার রাতে তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। খবর বাংলানিউজের। অধ্যাপক ডাঃ সুলতানা শাহানা বানু জানান, গত ৩০ জুলাই তার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। এই নিয়ে তিনি তিনবার পরীক্ষা করিয়েছেন। এর আগের দুই রিপোর্টে নেগেটিভ এসেছে। এবার পজিটিভ এসেছে। ডাঃ সুলতানা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
×