ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে দুর্ভোগে বানভাসী মানুষ

প্রকাশিত: ১৮:১৬, ৩ আগস্ট ২০২০

কুড়িগ্রামে দুর্ভোগে বানভাসী মানুষ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতি অপরির্বতিত রয়েছে। ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেঃমিঃ ও ব্রহ্মপূত্র নদের পানি বিপদসীমার ২১ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । ফলে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারছে না এখানকার বানভাসী মানুষ। টানা দেড়মাস থেকে জেলার ৪শ৫টি চর-দ্বীপচরের ৬শ গ্রামে সাড়ে চার লক্ষ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। চরম খাদ্য সংকট চলছে। পানি কমে যাবার সাথে সাথে ধরলা তিস্তা ও ব্রক্ষপুত্র নদ-নদীর অববাহিকায় চলছে ভাঙ্গন। জেলার ৩৩টি পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে। সারডোব, জয়কুমার কালুয়া মোগলবাসা, গারুরহেলান, থেতরাই এলাকায় ব্যাপক ভাঙ্গন চলছে। দুদিনে প্রায় ৫০টি ঘর-বাড়ী নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ সব মানুষরা ঘর বাড়ী হারিয়ে বাঁধের উপর অথবা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। খোলা আকাশে রাত কাটাচ্ছে। জেলা প্রশাসক রেজাউল করিম জানিয়েছন নতুন করে ১শ মেঃ টঃ চাল ২ লক্ষ টাকা, ২ লক্ষ টাকার শিশু খাদ্য ও ৪ লক্ষ টাকার গো খাদ্যের টাকা বরাদ্দ পেয়েছেন। যা দু একদিনের মধ্যে বন্যা কবলিত মানুষদের মাঝে বিতরণ করা হবে।
×