ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

প্রকাশিত: ১২:৫৭, ৩১ জুলাই ২০২০

নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসকে উপেক্ষা করে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ পরিচালনার নির্দেশনা থাকলেও তা পুরোপুরি পালন করতে দেখা যায়নি লঞ্চ মালিক ও যাত্রীদের। ঈদুল আজহার আগের দিন শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে মাস্কের সঠিক ব্যবহার করতে দেখা যায়নি অর্ধেকের বেশি যাত্রীকে। পরিবারের সঙ্গে ঈদ করতে করোনা ঝুঁকি নিয়েই বাড়ির পথে রওনা হয়েছেন জনগণ। আর ঈদ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও লঞ্চ কর্তৃপক্ষকে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোর ছাদেও যাত্রীদের ভিড় দেখা গেছে। লঞ্চের ডেকের যাত্রীদের গাদাগাদি করে বসে থাকতে দেখা গেছে। এছাড়া যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় সদরঘাটের প্রবেশ মুখে বসানো জীবাণুনাশক টানেলটি সরিয়ে নেওয়া হয়েছে। সদরঘাট টার্মিনালের পন্টুনে তিল পরিমাণ জায়গাও ফাঁকা নেই। ফলে টার্মিনালের মধ্যে সামাজিক দূরত্ব কোনোভাবেই বজায় রাখা যাচ্ছে না।
×