ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজী মোতাহার হোসেনের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০০:৪৮, ৩০ জুলাই ২০২০

কাজী মোতাহার হোসেনের জন্মবার্ষিকী আজ

মুক্তবুদ্ধি আন্দোলনের অগ্রপথিক জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ১২৩ তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৮৯৭ সালের ৩০ জুলাই বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালি থানার লক্ষ্মীপুর গ্রামে মামারবাড়িতে জন্ম নেন। তার পৈত্রিক নিবাস ফরিদপুর জেলার পাংশা থানার বাগমারা গ্রামে। সেখানেই তার লেখাপড়ায় হাতেখড়ি। পরবর্তীকালে শিক্ষা জীবনের প্রতিটি পর্যায় তিনি কৃতিত্বের সঙ্গে পার করেছেন। নিম্ন প্রাইমারী স্কুল থেকে বিএ পরীক্ষা পর্যন্ত তিনি বৃত্তি পেয়েছেন। ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেমোনেস্ট্রেটর হিসেবে নিয়োগ পান। বিশ্ববিদ্যালটির সংখ্যাতত্ত্ব (স্ট্যাটিসটিকস) বিভাগের প্রতিষ্ঠাতা তিনি। তার উদ্ভাবিত সংখ্যাতত্ত্ব পদ্ধতিটি ‘হুসাইন চেইন রুল’ নামে বিশ্বব্যাপী পরিচিত। ব্যক্তিজীবনে ধার্মিক কিন্তু সাম্প্রদায়িকতার বিরোধী শিক্ষাবিদ। এছাড়া তিনি ছিলেন সর্বভারতীয় দাবা চ্যাম্পিয়ন। এক সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন। দাবাগুরু মোতাহার হোসেন দাবা ছাড়াও লন টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন এবং সাঁতারেও পারদর্শী ছিলেন। জীবনের বিভিন্ন সময়ে তিনি নাসিরুদ্দীন স্বর্ণপদক, বিদ্যাসাগর উপাধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আজীবন সদস্যসহ নানা উপাধি ও পদকে ভূষিত হয়েছেন। ঢাবির এই ইমেরিটাস ১৯৮১ সালের ৯ অক্টোবর মৃত্যুবরণ করেন। -বিজ্ঞপ্তি।
×