ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদের পর সারাদেশের আদালতে নিয়মিত বিচার শুরু

প্রকাশিত: ২৩:১৩, ৩০ জুলাই ২০২০

ঈদের পর সারাদেশের আদালতে নিয়মিত বিচার শুরু

বিকাশ দত্ত ॥ ঈদ-উল-আজহার ছুটির পর সারাদেশের অধস্তন আদালতগুলোতে নিয়মিত বিচারকাজ শুরু হবে। অন্যদিকে উচ্চ আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে না নিয়মিতভাবে আদালত চলবে তা পরবর্তী ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত নেয়া হবে। করোনা পরিস্থিতি কারণে উচ্চ আদালতসহ সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চলছে। বর্তমানে আদালতগুলোতে ঈদ-উল- আজহার ছুটি চলছে। এদিকে করোনা পরিস্থিতিতে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানাসহ এ সংক্রান্ত প্রস্তাবনাসমূহ মেনে সুপ্রীমকোর্টের নিয়মিত আদালত খুলে দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন করেছে সুপ্রীমকোর্ট বার সমিতি। পাশাপাশি ঈদের পর নিয়মিত কোর্ট খুলতে সুপ্রীমকোর্ট প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি বরাবর আবেদন করেছেন আইনজীবীরা। আইন মন্ত্রণালয় ও সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে। আইনমন্ত্রী আনিসুল হক জনকণ্ঠকে বলেছেন , ঈদ-উল- আজহার পর নি¤œœœ আদালত নিয়মিত হবে। সারাদেশের আদালতগুলো খুলে যাবে। তবে উচ্চ আদালত কি হবে তা আমি জানি না। এ বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরও বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে নি¤œœ আদালত খোলার বিষয়ে আমার কথা হয়েছে। কাজেই সবকিছু বিবেচনা করেই ঈদেরও পর সরাদেশের নি¤œœ আদালতগুলো খুলো দেয়া হবে। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর জনকণ্ঠকে বলেছেন, ঈদের পর উচ্চ আদালতে ভার্চুয়াল না নিয়মিত আদালতের মাধ্যমে বিচারকাজ হবে তা তিনি বলতে পারছেন না। তাকে যা বলা হয় তিনি তাই করেন। ভার্চুয়াল না নিয়মিত আদালতে বিচার কাজ পরিচালনা হবে না নিয়ে আইনজীবীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একটি অংশ চায় কারোনাকালে আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতেই বিচার কাজ হোক। আরেকটি অংশ নিয়মিত আদালত চালুর বিষয়ে সোচ্চার। তারা উচ্চ আদালতসহ নি¤œœ আদালতগুলোতে সমাবেশ মানববন্ধন করেছে। প্রধান বিচারপতির নিকট আবেদনও করেছেন। এ বিষয়ে সুপ্রীমকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জনকণ্ঠকে বলেছেন, ঈদের পর পরিবেশ পরিস্থিতি কি হয় তার ওপর সবকিছু নির্ভর করছে। করোনা পরিস্থিতির কারণেই ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করা হয়েছে। এখন সবকিছু চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গত ৮ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনেসর নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত নেয়া হয়, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত উচ্চ আদালতে ভার্চুয়াল কোর্ট চলবে।
×