ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিপণের দাবিতে প্রতিবন্ধী শিশু অপহরণ, লাশ উদ্ধার

প্রকাশিত: ০০:৩০, ২৯ জুলাই ২০২০

মুক্তিপণের দাবিতে প্রতিবন্ধী শিশু অপহরণ, লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিপণের দাবিতে অপহরণের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবন্ধী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাহিম (৭)। সে নেত্রকোনা জেলার আটপাড়া থানার শুরমুখ্যা গ্রামের কামরুল ইসলামের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী মধ্যপাড়া এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন কামরুল ইসলাম। কামরুল ও তার স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। তাদের ৭ বছরের প্রতিবন্ধী শিশু (একটি হাত ছোট) সন্তান ফাহিম স্থানীয় চান্দনা কেজি ইনস্টিটিউট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো সোমবার শিশু ফাহিমকে বাসায় রেখে কামরুল ও তার স্ত্রী গার্মেন্টসে যান। দুপুরে খাবারের বিরতির সময় এ দম্পতি বাসায় এসে ফাহিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। রাতে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে শিশুটির পরিবারের কাছে ফাহিমকে অপহরণ করার কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে খুন করার হুমকি দেয়। সূত্র আরও জানায়, অপহরণকারীদের হুমকির প্রেক্ষিতে সন্তানকে ফিরে পেতে তাদের মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা দেয় শিশুটির বাবা। একপর্যায়ে ছেলেকে না পেয়ে পুলিশকে জানায় তার বাবা। এদিকে রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশু ফাহিমের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বাসার পাশে পরিত্যক্ত একটি জমিতে ময়লার ঝোপে প্লাস্টিকের বস্তায় ভর্তি শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী।
×