ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার এই সময়ে

প্রকাশিত: ২৩:০৯, ২৯ জুলাই ২০২০

করোনার এই সময়ে

* অনলাইন ক্লাসের এখন কোন বিকল্প নেই বটে। কারণ বাচ্চাদের স্কুল-কলেজ বন্ধ করোনার কারণে। * কিন্তু ৩ ঘণ্টার বেশি বাচ্চাদের অনলাইন ক্লাস দেয়া যাবে না। * কারণ বাচ্চাদের অবকাশ বলতে এখন তারা বেছে নিয়েছে মোবাইল ফোন ও টিভি। * তার ওপরে যদি আবার অনলাইন ক্লাস চাপিয়ে দেয়া যায় তাহলে দেখা যাবে যে বাচ্চারা সারাদিন অনলাইনে আছে, যা কিনা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে। * সে সারাক্ষণ বসে বসে থাকাতে মুটিয়ে যেতে পারে, মুটিয়ে গেলে অনেক রোগ অল্প বয়সে দেখা যেতে পারে। * সে মূল বই পড়া থেকে বিরত হতে পারে যা কিনা তার জ্ঞান অর্জনের অন্তরায় হতে পারে। * সে স্ক্রিন এ্যাডিক্ট হয়ে যেতে পারে। * স্ক্রিন এ্যাডিকশন অন্য ফৎঁম ধফফরপঃরড়হ-এর চেয়ে কোন অংশে কম বিধ্বংসী নয়, * সে অমনোযোগী হয়ে উঠবে। * ঘুম পাওয়া জাতীয় অভ্যাসগুলো পরিবর্তন হয়ে যাবে দেরিতে উঠবে, দেরিতে ঘুমাতে যাবে। * খবঃযধৎমু বা নিস্ক্রিয়তা দেখা যাবে। * বেশিক্ষণ মনোযোগ দিয়ে কোন কাজ বা পড়া করতে পারবে না। * সে খিটখিটে ও বদমেজাজি হয়ে পড়বে। * সামাজিকভাবে বিচ্যুত হয়ে পড়বে এবং মানসিকভাবে পঙ্গু হয়ে যাবে। সুতরাং বাচ্চাকে ৩ ঘণ্টার বেশি নেটে থাকার সুযোগ দেয়া উচিত নয়। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×