ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথমবার নিলামে ‘হোয়াইট টি’ কেজি আড়াই হাজার টাকা

প্রকাশিত: ০০:১৪, ২৮ জুলাই ২০২০

প্রথমবার নিলামে ‘হোয়াইট টি’ কেজি আড়াই হাজার টাকা

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রথমবারের নিলামে উঠেছে দেশে উৎপাদিত সিলভার নিডেল গ্রেডের চট্টগ্রামের চা ‘হোয়াইট টি’। প্রতিকেজি চা বিক্রি হয়েছে আড়াই হাজার টাকা। সোমবার নগরের আগ্রাবাদের প্রোগ্রেসিভ টাওয়ারে এ নিলাম অনুষ্ঠিত হয়। খবর বাংলা নিউজের। সূত্র জানায়, ন্যাশনাল টি কোম্পানির চাম্পারাই বাগানে উৎপাদিত ১০ কেজি হোয়াইট টি চট্টগ্রাম নিলামে ক্যাটালগভুক্ত করেছে পূর্ব বাংলা ব্রোকারস। ওই চা নিলামে কিনেছে শ্রীমঙ্গল স্টেশন রোডের খুচরা বিক্রেতা পদ্মা টি সাপ্লাই। পূর্ব বাংলা ব্রোকারস লিমিটেডের পরিচালক আরিফুর রহমান শাহীন বলেন, চট্টগ্রাম নিলাম কেন্দ্রের ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট টি উঠল এবং সবটাই বিক্রি হলো। এই চায়ের গ্রেড সিলভার নিডেল। এ চায়ের জন্য বিশেষ যতেœর সঙ্গে শুধু কুঁড়িটাই সংগ্রহ করা হয়। তাই খুব বেশি উৎপাদন হয় না। দেশের কয়েকটি চা বাগানে সীমিত পরিসরে এ চা উৎপাদন হচ্ছে। যার ক্রেতা বিদেশী পর্যটক ও দেশের শৌখিন চা-প্রেমীরা।
×