ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার মামলায় ২৮ দিনের রিমান্ডে সাহেদ ও মাসুদ

প্রকাশিত: ২২:২১, ২৭ জুলাই ২০২০

চার মামলায় ২৮ দিনের রিমান্ডে সাহেদ ও মাসুদ

স্টাফ রিপোর্টার ॥ রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ ও এমডি মাসুদ পারভেজের অস্ত্র, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক চার মামলায় আরও ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জানান, উত্তরা পশ্চিম থানার পৃথক তিন মামলায় এবং উত্তরা পূর্ব থানার এক মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত সংস্থা-র ্যা ব। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় সাতদিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে সকাল সাড়ে নয়টার পর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বলে জানান হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার প্রতারণা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে রিমান্ড শুনানি চলাকালে সাহেদ বিচারককে বলেন, ‘স্যার আমি অপরাধ করেছি। ব্যবসা চালু হলে আস্তে আস্তে সবার টাকা ফেরত দিয়ে দেব।’ ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারক জানতে চাইলে এসব কথা বলেন তিনি। সাহেদ বলেন, ‘আমি ও মাসুদ দুজনই অপরাধী। আমার বিরুদ্ধে মামলার রিমান্ড শুনানি ঈদের পর হলে ভাল হয়। কয়েকদিন ধরে রিমান্ডে আছি। আমি অসুস্থ।’ অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে সাহেদ ॥ সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার জানান, বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় রবিবার দুপুরে দেবহাটা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কোর্ট ইন্সপেক্টর অমল রায় ও মামলার তদন্ত কর্মকর্তা র ্যা ব-৬ এর এসআই রেজাউল করিম আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
×