ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে নেয়া গাড়ির ব্যাটারি চুরি

প্রকাশিত: ২০:৪০, ২৫ জুলাই ২০২০

পুলিশ হেফাজতে নেয়া গাড়ির ব্যাটারি চুরি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ একটি অটোবাইক (টমটম) দুই মাস ধরে হেফাজতে ছিল চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে। গরিব অটোচালক দুমাস ধরে চেষ্টা চালিয়েছেন গাড়িটি ছাড়িয়ে নিয়ে জীবিকা নির্বাহ করতে। কিন্তু তিন হাজার টাকা ছাড়া গাড়ি দেয়নি পুলিশ। ২২জুলাই ৩ হাজার টাকা জোগাড় করে ৩শ’ টাকার খালি স্ট্যাম্পে দস্তখত দিয়ে টমটমটি ছাড়িয়ে নেয় চালক। গাড়ির পাশে গিয়ে অবাক বনে যান চা বাগান গ্রামের মৃত ফরিদ আলমের পুত্র টমটম চালক রফিক আলম। গাড়ির ভেতর ব্যাটারি নেই। এদিকে ব্যাটারিবিহীন গাড়ি নিতে অনীহা প্রকাশ করলে পুলিশের কথিত ক্যাশিয়ার ফাঁড়ির পেছন থেকে দুটি ব্যাটারি এনে দেন। তখন তার সব ব্যাটারি ফেরত চাইলে তাকে ধমক দেয়া হয়। স্থানীয়রা বলেন, ঘরে চুরি হলে নালিশ-অভিযোগ নিয়ে যাওয়া হয় পুলিশের কাছে। আর পুলিশী হেফাজতে থাকা গাড়ি থেকে ৪টি ব্যাটারি নিয়ে যাওয়া হচ্ছে অথচ পুলিশ জানে না। এ কেমন বাণিজ্য? পুলিশ ফাঁড়ি থেকে ব্যাটারি চুরি! এ ব্যাপারে মালুমঘাটের এক প্রবীণ মুরব্বি বলেন, মালুমঘাট হাইওয়ে পুলিশে ‘ঠাকুর ঘরে কে রে....। এ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। অটোবাইক চালক জানান, দুমাস আগে লকডাউনের সময় মালুমঘাট বাজারের ভেতরে দাঁড়ানো অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশ এসে গাড়িটি নিয়ে যায়। ২২জুলাই আমার কাছ থেকে ৩হাজার টাকা ও স্ট্যাম্প নিয়ে ব্যাটারি ছাড়া গাড়িটি বুঝিয়ে দিয়েছে পুলিশ। ব্যাটারি চুরির বিষয় স্বীকার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম বলেন, কিছুদিন যাবৎ দিন-রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে। হয়ত এ সময় ব্যাটারি চুরি হয়েছে। কেয়ারটেকার খেয়াল করেনি। তবুও সিসি ফুটেজ চেক করে এই চোর যেই হোক তার বিরুদ্ধে মামলা দেব। অটোর ব্যাটারি উদ্ধার করে ফেরত দেয়া হবে।
×