ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবরিনা দম্পতির বিরুদ্ধে চার্জশীট শীঘ্রই

প্রকাশিত: ২৩:২৭, ২৩ জুলাই ২০২০

সাবরিনা দম্পতির বিরুদ্ধে চার্জশীট শীঘ্রই

স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতারণায় জেকেজির চেয়ারম্যান হিসেবে ডাঃ সাবরিনার নাম থাকার কোন প্রমাণ পায়নি ডিবি। তবে তিনি ওই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করতেন। শীঘ্রই এই মামলার চার্জশীট দেয়া হবে। পর পর দু’দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর পর এ ধরনের তথ্য প্রকাশ করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। বুধবার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান-জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা তথা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান নন, আহ্বায়ক হিসেবে ডাঃ সাবরিনা চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ মামলায় দ্রুতই চার্জশীট দেয়ার প্রস্তুতি চলছে। গ্রেফতারের আগে বিভিন্ন মিডিয়ায় ডাঃ. সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান পরিচয় দিলেও ডিবির তদন্তে তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন আব্দুল বাতেন। তিনি বলেন- চেয়ারম্যান হিসেবে কোন ডকুমেন্ট আমরা পাইনি। তবে আহ্বায়ক হিসেবে সম্পৃক্ত থাকার কাগজ পাওয়া গেছে।
×