ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে দরপতনের সঙ্গে লেনদেন কমল

প্রকাশিত: ২১:৩৬, ২৩ জুলাই ২০২০

শেয়ারবাজারে দরপতনের সঙ্গে লেনদেন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দুইদিন ইতিবাচক প্রবণতা বজায় থাকার পর বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। গত কয়েকদিন ধরে বাড়তে থাকা শেয়ারগুলো থেকে বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা তোলার চেষ্টা করেছে। মুনাফা তোলার বিপরীতে পর্যাপ্ত ক্রয়াদেশ না আসায় এই দরপতন ঘটেছে। তবে বেশকিছু স্বল্পমূলধনী কোম্পানি এই দিনেও চমক দেখিয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগেরদিনের ধারাবাহিকতায় সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ ২ পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন অংশ নেয়া ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির। আর ১৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৫২ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫ কোটি ৪২ লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ১০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭ কোটি ১৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে নাহি এ্যালুমিনিয়াম। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফাইন ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গোল্ডেন হার্ভেস্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৯৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।
×