ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন

প্রকাশিত: ২২:০৬, ১৩ জুলাই ২০২০

আগামীকাল বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন

অনলাইন রিপোর্টার ॥ বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ভোটারদেরকে ভোট প্রদান এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছে কমিশন। বগুড়া-১ আসনে উপনির্বাচনে ৬ জন এবং যশোর-৬ উপনির্বাচনে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করছেন। উভয় আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া-১ আসনের উপনির্বাচনে মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৩টি। অপরদিকে, যশোর-৬ আসনে মোট ভোটার দুই লাখ ৪ হাজার ৩৯৭ জন এবং মোট ভোট কেন্দ্র ৭৯টি। সরকারি দলের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন এবং একই দলের আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য হয়ে যায়। এ আসন দুটিতে গত ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে করোনা মহামারি ছড়িয়ে পরার কারণে নির্বাচন কমিশন তা স্থগিত করে। সম্প্রতি এ দুই আসনে উপনির্বাচনে ভোট দানের জন্য ১৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করে কমিশন।
×