ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সেই বাংলাদেশীর ওয়ার্ক পারমিট বাতিল করল মালয়েশিয়া

প্রকাশিত: ০০:৫১, ১৩ জুলাই ২০২০

সেই বাংলাদেশীর ওয়ার্ক পারমিট বাতিল করল মালয়েশিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় সাক্ষাতকার দেয়া বাংলাদেশী মোঃ রায়হান কবির (২৫)-এর ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শীর্ষক ওই প্রতিবেদনে দেশটিতে শ্রমিকদের সঙ্গে বাজে আচরণ নিয়ে কথা বলেছিলেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয় কর্তৃপক্ষ। খবর মালয় মেইলের। মোঃ রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল হামিদ বন্দর। তাকে আত্মসমর্পণেরও পরামর্শ দিয়েছেন তিনি। ওয়ার্ক পারমিট বাতিল করায় রায়হান এখন দেশটিতে অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছেন। কর্তৃপক্ষও তাকে খুঁজছে। আটক করা গেলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। আইজিপি আবদুল হামিদ বন্দরের বরাত দিয়ে মালয় মেইল জানিয়েছে, অভিবাসন দফতরের পক্ষ থেকে ইতোমধ্যে রায়হানের ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়টি পুলিশকে জানিয়ে দেয়া হয়েছে। তার অবস্থান সম্পর্কে কারও কোন তথ্য জানা থাকলে তা কর্তৃপক্ষকে ফোন দিয়ে জানানোর অনুরোধ করা হয়েছে। আলজাজিরায় প্রচারিত ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদনে করোনা মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
×