ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে পাওনা টাকা ফেরত চাওয়ায় বিধবা নারীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১৬:৫৮, ১১ জুলাই ২০২০

কক্সবাজারে পাওনা টাকা ফেরত চাওয়ায় বিধবা নারীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের কলাতলীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় কুলসুমা (৪০) নামে চার সন্তানের জননী বিধবা এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নিজেই নিহত নারীর লাশ কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। নিহত নারী জমজম হ্যাচারীর পার্শ্ববর্তী মৃত নুরুল আবছারের স্ত্রী। হত্যায় অভিযুক্তরা একই এলাকার খলিলের পুত্র রকিমুল্লাহ এবং তার স্ত্রী তৈয়বা। নিহত কুলসুমার ছেলে জাহেদুল ইসলাম মামুন জানান, শুক্রবার সকালে তার মা এবং সে ২০ হাজার পাওনা টাকা ফেরত চাইতে গেলে রকিমুল্লাহ ও তার স্ত্রী তৈয়বা নিজ বাড়িতেই তাদেরকে গভীর রাত পর্যন্ত বেধে রেখে বেদম মারধর করে। পরে শনিবার ভোররাতে খুনী রকিমুল্লাহ নিজে তার মাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তার মা কুলসুমাকে ডাক্তাররা মৃত ঘোষণা করলে রকিমুল্লাহ পালিয়ে যায়। নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহত ছেলে জাহেদুল ইসলাম মামুন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
×