ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইরানে ফের সর্বোচ্চ মৃত্যু

প্রকাশিত: ২২:২৮, ১১ জুলাই ২০২০

ইরানে ফের সর্বোচ্চ মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনায় ইরানে ফের সর্বোচ্চ সংখ্যক রোগীর মৃত্যু ঘটেছে। আর লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজ করোনা আক্রান্ত বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে সংক্রমণের ক্ষেত্রে আবারও নতুন করে রেকর্ড করেছে। এবার সব রেকর্ড ছাড়িয়ে ভারতে একদিনেই ২৬ হাজারের বেশি আক্রান্ত। ইউরোপের দেশ স্পেনে ৭৩ স্থানে নতুন করে করোনার সংক্রমণ শুরু হওয়ায় সেখানে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। ব্রিটেনে ৭৮ শতাংশ করোনা রোগীর উপসর্গ নেই বলে জানিয়েছে পরিসংখান ব্যুরো। মধ্যএশিয়ার দেশ কিরগিজস্তানে করোনার সংক্রমণ বাড়ছে। কাজাখস্তানের ‘অজানা নিউমোনিয়া’ করোনার চেয়েও প্রাণঘাতী হতে পারে এমনই আশঙ্কার কথা জানিয়েছে সেখানকার চীনা দূতাবাস হুঁশিয়ারি করেছে। খবর বিবিসি, সিএনএন, এনডিটিভি, রিপাবলিক ওয়ার্ল্ড, রয়টার্স, গার্ডিয়ান, আলজাজিরা ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, শুক্রবার পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ২৫ লাখ ৯ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যাও বেড়ে পাঁচ লাখ ৫৯ হাজার ৬৯৪ হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৭২ লাখ ৯২ হাজার ২১৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪৬ লাখ ১৮ হাজার ৭৪৭ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৮ হাজার ৮১৫ জন। একদিনে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৩ হাজার ২৩০ জন। মারা গেছেন আরও পাঁচ হাজার ৪১২ জন। আগের দিনে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৩ হাজার ৬৮১ জন। মারা গেছে পাঁচ হাজার ৫০৭ জন। লাতিনে সংক্রমণ বাড়ছে ॥ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর পর এবার লাতিন আমেরিকার অপর দেশ বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জনাইন আনিয়েজও করোনা শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার টুইটারে আনিয়েজ নিজেই নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। আনিয়েজের পাশাপাশি ভেনিজুয়েলার ক্ষমতাসীন দল সোশালিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা দিয়োসদাদো কাবেলোর দেহেও কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে সংক্রমণের নতুন রেকর্ড ॥ কোভিড-১৯ মহামারীতে সংক্রমণ আর মৃত্যুর ক্ষেত্রে অনাকাক্সিক্ষত সব রেকর্ড সৃষ্টি হচ্ছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, আবারও সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে দেশটি। এদিন ৬৫ হাজার মানুষের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। আগেরদিন যা ছিল ৬০ হাজার। শনাক্ত হয়েছেন ৩২ লাখ ২০ হাজার ৯৯৫ জন। মারা গেছেন এক লাখ ৩৫ হাজার ৮৩৮। ভারতে রেকর্ড আক্রান্ত ॥ ভারতে একদিনেই ২৬ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৬ হাজার ৫০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ১০৭। নতুন করে মারা গেছেন ৪৭৯ জন। মোট ২১ হাজার ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার লাখ ৯৭ হাজার ৪৮৮ জন। ইরানে ফের সর্বোচ্চ মৃত্যু ॥ প্রাদুর্ভাব শুরুর পর চীনের বাইরে যে কয়েকটি দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল এর মধ্যে ইরান অন্যতম। তবে মাঝখানে সেখানে সংক্রমণ কমলেও ফের তা বাড়তে শুরু করেছে। গত একদিনে দেশটিতে নতুন করে ২২১ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। যা ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরুর পর সর্বোচ্চ। দেশটির সরকারি হিসাবের বরাতে জানানো হয়েছে, এ নিয়ে ইরানে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৫ জনে। স্পেনের ৭৩ স্থানে সংক্রমণ ॥ স্পেনে জরুরী অবস্থা উঠিয়ে নেয়ার ২০ দিনের মাথায় নতুন করে আবারও সক্রিয় হয়ে উঠেছে করোনাভাইরাস। দেশটির ৭৩ স্থানে প্রাণঘাতী কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৪৩ জন। মারা গেছেন অন্তত ৫ জন। এ খবরে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে আসা স্প্যানিশদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ৭৮ শতাংশ ব্রিটিশের উপসর্গ নেই ॥ ডব্রটেনে করোনার নমুনা পরীক্ষায় মাত্র ২২ শতাংশ মানুষের পজিটিভ রিপোর্ট এসেছে; যাদের পরীক্ষার দিন পর্যন্ত করোনার উপসর্গ ছিল। এছাড়া অন্য ৭৮ শতাংশ কোভিড-১৯ রোগীই উপসর্গবিহীন; তারপরও তাদের পরীক্ষার ফল এসেছে পজিটিভ। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের এক জরিপের ফলে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটেনের পরিসংখ্যান অফিসের এ তথ্য এ্যাসিম্পটোমেটিক সংক্রমণের গুরুত্ব তুলে ধরে- যারা নীরবে করোনার বিস্তার ঘটিয়ে চলেছেন কিন্তু জানেন না। সংক্রমণ বাড়ছে কিরগিজস্তানে ॥ মধ্যএশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে হটলাইন নম্বরের কল সেন্টারগুলো ইদানিং অনেক ব্যস্ত হয়ে পড়েছে। অনেকেই ফোন করে করোনা উপসর্গের কথা বলছেন। অথচ কিছুদিন আগেও এ চিত্র ছিল না। সেখানে এখন বাড়ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। কলসেন্টারের পরিচালক আশকাত আবদিকারিমভ বলেন, তিনি ও তার ৬০ সদস্যের চিকিৎসক ও শিক্ষার্থীর দলপ্রতি সপ্তাহে তিন হাজারের বেশি কলের জবাব দিচ্ছেন। অজানা নিউমোনিয়া কাজাখস্তানে ॥ কাজাখস্তানে ছড়িয়ে পড়া এক ‘অজানা নিউমোনিয়া’ রোগের ব্যাপারে সেখানকার চীনা দূতাবাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটি কোভিড-১৯ এর চেয়েও বেশি ভয়ঙ্কর। চীনা দূতাবাসের এক বিবৃতি উদ্ধৃত করে বলছে, কাজাখস্তানের আটিরাউ, আকটোবে ও শাইমকেন্ট শহরে জুন মাসের মাঝামাঝি থেকে ওই ‘অজানা নিউমোনিয়া’ ছড়াতে শুরু করে।
×