ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতালি ফেরতদের ১৪৭ জন আশকোনায় কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ২২:২৩, ১১ জুলাই ২০২০

ইতালি ফেরতদের ১৪৭ জন আশকোনায় কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার ॥ দুইদিন সীমাহীন ভোগান্তির পর ইতালি থেকে দেশে ফিরতে হয়েছে ১৫১ জনকে। তাদের মধ্যে ১৪৭ জনকে তাৎক্ষণিক নেয়া হয় আশকোনার হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। বৃহস্পতিবার রাত তিনটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাদের ক’জনকে রীতিমতো বিলাপ করতে দেখা গেছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টা ৩৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটটি অবতরণ করে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্লাইটটি কাতারের দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই ফ্লাইটে প্রায় ৩ শতাধিক যাত্রী দেশে ফিরেছেন। সবাইকে কোয়ারেন্টাইনে যেতে হয়নি। শুধু ইতালি ঢুকতে না পারা ১৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশনা ছিল। সে অনুযায়ী তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের স্ক্রিনিং করে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। এ সম্পর্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদ উল আহসান জানান, ইতালি থেকে ফেরত আসা ১৪৭ বাংলাদেশীর নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে হজ ক্যাম্পে পাঠিয়েছে। এদিকে প্রাথমিক স্ক্যানিং শেষে ফেরত আসা কোন যাত্রীর মধ্যে করোনাভাইরাসের কোন ধরনের উপসর্গ পাওয়া যায়নি বলে আশকোনা কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা মোস্তফা কামাল সংবাদ মাধ্যমকে জানান, ক্যাম্পে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ক্যাম্পে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে যে, ফেরত আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে কি না। উল্লেখ্য, ১৪ জুলাই পর্যন্ত ইতালিগামী সব ফ্লাইট বাতিল বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া বাংলাদেশীদের ইতালি নিয়ে যাওয়ার দায় কাতার এয়ারলাইন্সের বলে জানান বিমানের এমডি। মালদ্বীপ ফেরা ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে ॥ করোনা ভাইরাসের কারণে মালদ্বীপে আটকেপড়া ১৫৭ বাংলাদেশীকে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট শুক্রবার রাতে রাজধানী মালে থেকে তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম জানান, দেশে ফেরার বিমানবন্দরে এই ১৫৭ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সবার কোভিড নেগেটিভ সনদ ছিল বলে জানায় বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র। তাই তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। করোনার দরুন বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী আটকা পড়েন। বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় মালে থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
×