ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টেস্ট না করে রিপোর্ট

রিজেন্ট হাসপাতালের ৮ জন র‌্যাব হেফাজতে

প্রকাশিত: ০১:২৭, ৭ জুলাই ২০২০

রিজেন্ট হাসপাতালের ৮ জন র‌্যাব হেফাজতে

স্টাফ রিপোর্টার ॥ করোনার নমুনা টেস্ট না করেই রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার দায়ে উত্তরার রিজেন্ট হাসপাতালের আট জনকে হেফাজতে নিয়েছে র‌্যাব। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার রাতে এমন তথ্য জানান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, হাসপাতাল থেকে অসংখ্য ভুয়া করোনা রিপোর্টসহ নানা নথি জব্দ করা হয়েছে। হাসপাতাল থেকে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল নেয়ার সত্যতাও ধরা পড়েছে। হাজার করোনার নমুনা সংগ্রহ করা হলেও মাত্র ৪ হাজার ২শ’ নমুনার রিপোর্ট দেয়া হয়েছে। এর চেয়ে দ্বিগুণ নমুনা পরীক্ষা না করেই করোনা ‘নেগেটিভ-পজিটিভ’ রিপোর্ট দিয়েছে। ২৬ জনের নমুনা পেয়েছি, যেগুলো পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়া হয়েছে। রিজেন্টের আইটি শাখা থেকে ভুয়া রিপোর্ট তৈরি করানো হতো। হাসপাতালটি মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অথচ হাসপাতালটি বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহের জন্য অনুমোদিত। হাসপাতালটি ২০১৪ সালের পর তাদের লাইসেন্স আর নবায়ন করেনি। করোনার পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও রোগীদের কাছ থেকে ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা আদায় করত। রাতে হাসপাতালের চেয়ারম্যানকে হাজির হতে বললেও, তিনি হননি। রাত আটটা পর্যন্ত শুধু অভিযানই চলে। হাসপাতালটি থেকে আট জনকে র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে হাসপাতালটির মিরপুরের শাখা ঘিরে রেখেছে র‌্যাব।
×