ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাটকল বন্ধ ঘোষণা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ॥ ন্যাপ

প্রকাশিত: ১৫:৩৮, ৪ জুলাই ২০২০

পাটকল বন্ধ ঘোষণা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ॥ ন্যাপ

অনলাইন রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, দায়িত্বহীন ও আত্মঘাতী বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, অতীত সরকারগুলোর পথ অনুসরণ করে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের বর্তমান সরকারের চূড়ান্ত ঘোষণা গণবিরোধী অবস্থানেরই বহিঃপ্রকাশ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় ন্যাপের দুই নেতা এসব কথা বলেন। ন্যাপের দুই শীর্ষ নেতা বলেন, ‘যে যুক্তিতে অতীতের বিএনপি-জামায়াত জোট সরকার আদমজী পাটকল বন্ধ করে দিয়েছিল এখন আওয়ামী লীগ সরকারও একই যুক্তিতে বাকি পাটকলগুলো বন্ধ করে দিয়ে প্রমাণ করেছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষায় শা সকগোষ্ঠীর প্রচণ্ড মিল রয়েছে। এক্ষেত্রে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। নিজেদের মধ্যে বিরোধ যতই থাকুক সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষায় তাদের চরিত্র একই।’
×