ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬৭ চিকিৎসকের মৃত্যু ॥ এফডিএসআর

প্রকাশিত: ২১:১৫, ৩ জুলাই ২০২০

করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬৭ চিকিৎসকের মৃত্যু ॥ এফডিএসআর

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৬১ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০০ জন। আজ শুক্রবার দুপুরে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। এফডিএসআর করোনা সংক্রমিত চিকিৎসকদের যে তালিকা করেছে তাতে আক্রান্ত ও মৃত চিকিৎসকদের সংখ্যা ঢাকা বিভাগে সর্বাধিক। এর পরপরই রয়েছে সিলেট ও চট্টগ্রাম। এফডিএসআরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিম্নমানের সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এবং যথাযথ প্রশিক্ষণের অভাবেই স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। সংগঠনটির নেতাদের আশঙ্কা, এমন অবস্থায় বৈশ্বিক এ মহামারির ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা না হলে সারা দেশের স্বাস্থ্য খাতে চরম বিপর্যয় সৃষ্টির সমূহ আশঙ্কা রয়েছে।
×