ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাল বিতরণ

অনিয়ম ও আত্মসাত ॥ ইউপি চেয়ারম্যান, সদস্য বরখাস্ত

প্রকাশিত: ২২:৩৮, ৩ জুলাই ২০২০

অনিয়ম ও আত্মসাত ॥ ইউপি চেয়ারম্যান, সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একইসঙ্গে সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিসে কেন তাদের চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। স্থানীয় সরকার বিভাগ হতে বুধবার, ১ জুলাই উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুুরীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১০৪ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ৩৩ ইউপি চেয়ারম্যান, ৬৫ ইউপি সদস্য, ১ জেলা পরিষদ সদস্য, ৪ পৌর কাউন্সিলর এবং ১ উপজেলা ভাইস-চেয়ারম্যান।
×