ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে রামেকে স্মারকলিপি

প্রকাশিত: ২১:৪০, ৩ জুলাই ২০২০

গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে রামেকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের চিকিৎসায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবিতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। চারদফা দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় পরিচালকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলো- রামেক হাসপাতালে পেশাগত প্রয়োজনে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেয়া, অসুস্থ সাংবাদিকদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব প্রদান, করোনা দুর্যোগের বর্তমান বাস্তবতায় সাংবাদিকদের জন্য কমপক্ষে একটি আইসিইউ বেড সংরক্ষণ এবং সম্মুখযোদ্ধা হিসেবে উপসর্গ থাকা সাংবাদিকদের করোনা পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান আরইউজে’র স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বলেন, আরইউজে’র চার দফা দাবি সংবলিত স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক উপস্থিত ছিলেন।
×