ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত খবরের ব্যাখ্যা

প্রকাশিত: ২১:৫০, ১ জুলাই ২০২০

প্রকাশিত খবরের ব্যাখ্যা

গত ২৭ জুন ‘দৈনিক জনকণ্ঠে’ প্রকাশিত ‘রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সঙ্কট’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতি ঢাকা ওয়াসার দৃষ্টি আকর্ষণ হয়েছে। ঢাকা ওয়াসা উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক স্বাক্ষরিত প্রতিবেদনের ব্যাখ্যায় বলা হয়েছে, সামগ্রিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে, প্রকাশিত খবরটি ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। করোনাভাইরাসের মহামারীকালীন এই দুঃসময়ে ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে যখন ভয়ভীতি উপেক্ষা করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করে চলেছে ঠিক তখনই এরূপ একটি বানোয়াট বিভ্রান্তিমূলক খবর পরিবেশিত হলো। ঢাকা ওয়াসা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পত্রিকায় প্রকাশিত মগবাজার, পেয়ারাবাগ, গাবতলা, মধুবাগ এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা ওয়াসাকে কাজ করতে হয়। এলাকায় বসবাসরত আবাসিক লোকজন মগবাজার রেড ক্রিসেন্ট পানির পাম্প থেকে পানি সরবরাহ পেয়ে থাকেন। গত ২৪ জুন বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে পানির পাম্পটির ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে পাম্পটি বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসা পাম্পের ট্রান্সফর্মারের কারিগরি ত্রুটি মেরামত করে। এরপর ট্রান্সফর্মার পরিবর্তন করে নতুন ট্রান্সফর্মার দিয়ে পাম্পটি চালু করলে পুনরায় ভোল্টেজের তারতম্যের কারণে ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হয়। উক্ত কারিগরি কাজ শেষ করতে প্রায় ২৪ ঘণ্টা সময় লেগে যায়। পরবর্তীতে বেলা ৪টা নাগাদ পাম্পটি চালু করা হয়। বর্তমানে নতুন স্থাপিত পানির লাইনের নেটওয়ার্কটি চালু হয়েছে। প্রকাশিত প্রতিবেদনটি তথ্য নির্ভর নয় বলে ওয়াসা কর্তৃপক্ষ প্রতিবেদনের প্রতিবাদ জানাচ্ছে।
×