ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে ২৪১ ছাত্র-ছাত্রীকে থিসিস গ্রান্ট প্রদান

প্রকাশিত: ২০:৪৯, ১ জুলাই ২০২০

বিএসএমএমইউতে ২৪১ ছাত্র-ছাত্রীকে থিসিস গ্রান্ট প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার ডাঃ মিল্টন হলে গবেষণার জন্য ২৪১ শিক্ষার্থীর মাঝে থিসিস গ্রান্ট প্রদান করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবদুস সোবহান, উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মোট পাঁচটি গ্রুপে ভাগ করে সামাজিক দূরত্ব রেখে থিসিস গ্রান্ট প্রদান অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া রোগীদের জন্য কল্যাণধর্মী মানসম্পন্ন গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধির আহ্বান জানান। উপাচার্য তার বক্তব্যে করোনাভাইরাসের বিভিন্ন দিক নিয়ে বড় ধরনের বহুমুখী গবেষণার সুযোগ রয়েছে বলে উল্লেখ করে সেদিকেও দৃষ্টি দেয়ার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
×