ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউথ পয়েন্ট স্কুলের ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ২২:৩৮, ৩০ জুন ২০২০

সাউথ পয়েন্ট স্কুলের ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে শিশুদের বাসা থেকে ডেকে এনে স্কুলে ভর্তি পরীক্ষা নেয়ার ঘটনায় শিক্ষাবোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সোমবার ঢাকা শিক্ষাবোর্ডের কাছে এ ক্ষমা চায় তারা। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে তা ঠিক করতে আজ মঙ্গলবার বোর্ডের উচ্চপর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে শোকজের জবাব পর্যালোচনা এবং অভিভাবক, শিক্ষকদের সঙ্গে কথা বলবেন বোর্ডের কর্মকর্তারা। শোকজের জবাব পাওয়া নিশ্চিত করে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, সাউথ পয়েন্ট স্কুলের জবাব পেয়েছি। তাদের জবাব পর্যালোচনা করে বোর্ড সিদ্ধান্ত নিবে। কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না।
×