ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, মোট মৃত্যু ১৬

প্রকাশিত: ১৬:১৫, ২৯ জুন ২০২০

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, মোট মৃত্যু ১৬

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মান্দারী চুনু ব্যাপারী নিজবাড়ীতে তাঁর মৃত্যু হয়। নমুনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এবিএম নিজাম উদ্দিন খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১৬জন। এ ছাড়াও গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ১১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে সদরে একজন কমিউনিটি সহকারী মেডিক্যাল অফিসারসহ নতুন করে আরো ২৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে ২৫, রামগতি ও রামগঞ্জে একজন করে কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড ১৯ আক্রান্ত হয়েছে মোট ৭৯৫জন। এরমধ্যে সদরে সর্বোচ্চ ৪১২জন, রামগঞ্জ ১৩০, কমলনগর ১২১, রায়পুর ৭০ এবং রামগতি উপজেলায় কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছে ৬২জন। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার তথ্যটি নিশ্চিত করেছেন। অপরদিকে লক্ষ্মীপুরে অব্যাহতভাবে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে পাঁচটি উপজেলার চারটি পৌরসভা এবং ১১টি ইউনিয়নে গত ১৬জুন থেকে ৩০জুন পর্যন্ত দেয়া লকডাউন ১৪ দিন যাবৎ চলছে। এরমধ্যে সদর এবং রায়পুর তৃতীয়বার, রামগতি, রায়পুর ও রামগঞ্জ দ্বিতীয়বার লকডাউন দেয়ার পরও কোভিড-১৯ সংক্রমনের সংখ্যা না কমে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে।
×