ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০০:৪৬, ২৯ জুন ২০২০

করোনায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাইয়ের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান। ব্যবসায়ী ফয়জুরের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রাজধানীর এভার কেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয় বলে সাইফুর রহমানের ছেলে নাসের রহমান জানিয়েছেন। খবর বিডিনিউজের। তিনি বলেন, চাচা ভোর ৬টা ১০ মিনিটে মারা গেছেন। গতকাল তার করোনা শনাক্ত হয়েছিল। তার আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফয়জুরকে বনানীতে তার স্ত্রীর কবরে দাফন করা হয়েছে বলে ভাতিজা নাসের জানিয়েছেন। ফয়জুর এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও আইআইএফসি ন্যাশনাল টি কোম্পানির পরিচালকও ছিলেন তিনি। তিনি পুবালী ব্যাংকের সাবেক পরিচালক। ফয়জুরের মৃত্যুতে জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন।
×