ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আক্রান্ত ৩৮০৯ সুস্থ ১৪০৯

২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৪৬, ২৯ জুন ২০২০

২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের মৃত্যু এবং ৩৮০৯ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৭৩৮ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৪০৯ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫৫ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৯টিসহ এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি। পরীক্ষিত নমুনা সংখ্যার বিবেচনায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের হার ২১ শতাংশ। রবিবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে মধ্যে পুরুষ ২৯ ও নারী ১৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ২৬ শতাংশ।
×