ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই গরু পাচারকারীকে কুপিয়ে জখম করল বিএসএফ

প্রকাশিত: ২৩:৩১, ২৮ জুন ২০২০

দুই গরু পাচারকারীকে কুপিয়ে জখম করল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৭ জুন ॥ দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে দু’গরু পাচারকারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, উপজেলার ঠাকুরপুর বাজারপাড়ার ইছাহাক আলীর ছেলে কদম আলী (৩৫) ও একই এলাকার আব্দুস সামাদের ছেলে বাবু ওরফে কালু (৩০)। আহত কদম আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গার ঠাকুরপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আঙ্গুর ভূঁইঞা বলেন, ঘটনা ঘটার পর আমরা আহত বাবু ওরফে কালুকে ঘটনাস্থল থেকে ক্যাম্পে নিয়ে আসি। এবং সেখান থেকে তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, গুরুতর আহত অবস্থায় কদম আলী নামের আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বক্তব্য অনুযায়ী তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে গরু আনতে গিয়েছিল। সেখানে তারা বিএসএফের কাছে ধরা পড়ার পর দু’জনই রক্তাক্ত জখম হয়। তবে তাদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা ঠিক হয়নি। আটক করে বিএসএফ তাদের দেশের পুলিশে সোপর্দ করতে পারত। আইনগত পর্যায়ে না গিয়ে কি কারণে, এ দেশের নাগরিকের ওপর হামলা করা হলো তা জানার জন্য বিএসএফ বরাবর পত্র পাঠানো হবে। এছাড়া আমরা ঘটনার তদন্ত করব।
×