ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজিবির সাঁড়াশি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশিত: ২২:১৯, ২৮ জুন ২০২০

বিজিবির সাঁড়াশি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। জব্দ করা ইয়াবাগুলো মিয়ানমারের তৈরি। দেশটি থেকে সীমান্ত পথে সেগুলো বাংলাদেশে আনা হচ্ছিল। অন্যদিকে র‌্যাব ২৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশ অভিযানে প্রায় আড়াইশ’ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি আরও জানান, ইয়াবাগুলো ঘুমধুম বিওপি কর্তৃক আটক করা হয়। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যদিও বিজিবি সব সময়ই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। করোনা পরিস্থিতির মধ্যেও বিজিবি মাদকসহ সকল চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। শনিবার সকাল দশটার দিকে কতিপয় ইয়াবা কারবারি বিপুল ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে বলে নিশ্চিত হয় বিজিবি। তারই প্রেক্ষিতে বিজিবির ঘুমধুম বিওপি’র একটি টহল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র নওয়াপাড়া নামক স্থানে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি বিস্কুটের কার্টন ফেলে দৌড়ে পাহাড়ী জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে কার্টনের ভেতরে আরও পাঁচটি কার্টন পাওয়া যায়। কার্টনগুলোর প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রসঙ্গত, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের শনিবার পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৫০ কোটি টাকার পণ্য জব্দ হয়েছে। যার মধ্যে প্রায় ১৭ লাখ পিস ইয়াবা রয়েছে। আটক করা হয়েছে ২৮৭ জনকে।
×