ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে ১৩০ নমুনার কোন হদিস নেই!

প্রকাশিত: ০০:৩০, ২৬ জুন ২০২০

বাউফলে ১৩০ নমুনার কোন হদিস নেই!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ জুন ॥ বাউফলে ১৩০টি নমুনার কোন হদিস নেই। গত পাঁচ দিনে ধরে দেয়া হচ্ছেনা করোনা পরীক্ষার রিপোর্ট । অথচ জেলার মধ্যে করোনা আক্রান্ত ও মৃতের তালিকায় বাউফলের অবস্থান হলো শীর্ষ স্থানে। জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩১৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। ১৩০টি রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন। আক্রান্ত হয়েছেন ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বাকিরা আইসোলেশনে আছেন। অভিযোগ রয়েছে, কালিশুরী বন্দরে একটি বেসরকারী ব্যাংকে চাকরি করেন বশির আহম্মেদ ও সুমাইয়া আক্তার গত ১২ দিন আগে নমুনা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোন রিপোর্ট হাতে পাননি। যে কারণে তারা এখনও বন্দী জীবন যাপন করছেন। তারা বলেন, ‘জেলার মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে বাউফল। আগে ঢাকায় রিপোর্ট পাঠানো হতো, তাই আসতে বিলম্ব হতো। এখন বরিশালে ল্যাব চালু করা হয়েছে। রিপোর্ট পেতে বিলম্ব হওয়ার কথা নয়। তাদের ধারণা বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে বাউফলবাসীর সঙ্গে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে বরিশাল কিংবা ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু সিভিল সার্জন অফিস থেকে এসব নমুনা বিলম্ব করে পাঠানো হয়। ওই অফিসের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান মোঃ রফিকুল ইসলাম ও ডিএসআই মোঃ নাসির উদ্দিন প্রভাবিত হয়ে বেছে বেছে নমুনাগুলো পাঠান। এক একটি উপজেলা থেকে প্রতিদিন যে পরিমাণ নমুনা পাঠানো হয় তা উপজেলা থেকে কমিয়ে জেলা সদরের নমুনা বেশি পাঠানো হয়।
×