ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি জেলায় করোনা ভাইরাস শনাক্ত করার কিট সংকট

প্রকাশিত: ১৮:২৫, ২৫ জুন ২০২০

ঝালকাঠি জেলায় করোনা ভাইরাস শনাক্ত করার কিট সংকট

নিজস্ব সংবাদাদাতা,ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে করোনা ভাইরাস শনাক্ত করার কিট সংকট রয়েছে। এই সংকট শুধু জেলায় নয় কেন্দ্রীয় পর্যায়ে থেকেই সংকট থাকায়া সিভিল সার্জন কার্যালয় থেকে বারবার চাহিদাপত্র দেওয়া স্বত্তেও কিট সরবরাহ করা হচ্ছে না। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানানো হয়েছে সংকট কেন্দ্রিয় পর্যায় থাকার কারণে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ বেসরকারী প্রতিষ্ঠান থেকে এই কিট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. ডাফর আলী দেওয়ান জানান সদর হাসপাতালে ৩৫৪টি করোনা ভাইরাস পরীক্ষার কিট পাওয়া গেছে। এবং ৩৪৪টি কীট ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে। বর্তমানে ১০টি কিট রয়েছে। তবে, চাহিদার তুলনায় এই পরিমান নিতান্তই নগন্য।
×