ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বনানীতে বকেয়ার দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

প্রকাশিত: ০১:০১, ২৫ জুন ২০২০

বনানীতে বকেয়ার দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানী এলাকায় বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকরা অভিযোগ, সমপরিমাণ কাজ করা সত্ত্বেও আগের চেয়ে অর্ধেক বেতন দিচ্ছে মালিকপক্ষ। এছাড়া ওভারটাইমসহ বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে। বুধবার দুপুরে বনানী প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার এ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধে পর পুলিশ বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে এ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পুলিশ গাড়িতে করে কাউকে তুলে নিতে দেখা যায়। এরপর শ্রমিকরা পুলিশের গাড়ির পেছন পেছন দৌড়ে বনানী থানার সামনে গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর শ্রমিকরা থানার সামনে থেকে চলে যায়। এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বিক্ষোভরত শ্রমিকরা তাদের গার্মেন্টসের লিয়াজোঁ কর্মকর্তাকে বাথরুমে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
×