ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে পাহাড়ে উচ্ছেদ অভিযানে বাধা ॥ গ্রেফতার ৭

প্রকাশিত: ২২:৫৩, ২৫ জুন ২০২০

চট্টগ্রামে পাহাড়ে উচ্ছেদ অভিযানে বাধা ॥ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বর্ষায় ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসবাসকারীদের সরাতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। বুধবার অভিযান পরিচালিত হয় নবনির্মিত ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কে আরেফিন নগর এলাকায়। এ সময় বাধাপ্রাপ্ত হয় প্রশাসনের লোকজন। সেখান থেকে আটক করা হয় ৭ জনকে। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বায়েজিদ-আরেফিন নগর এলাকায় তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয় সকাল দশটার দিকে। তখন সেখানে নির্মিত ঘরগুলোর মালিক ও তাদের লোকজন অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের হাতাহাতি হয়। এলাকাটিতে উচ্ছেদ অভিযান কিছুটা কঠিন হতে পারে, এ বিবেচনায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও ছিল। ওই এলাকা থেকে ৭ জনকে আটক করে পুলিশ। সিএমপির বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, আরেফিন নগর এলাকা, চন্দ্রনগর এলাকার গ্রিনভিউ আবাসিক সংলগ্ন নাগিনী পাহাড়ে অবৈধভাবে ঘর বেঁধে ভাড়া বাণিজ্য করছে ভূমিদস্যুরা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা প্রয়োজন। কেননা, বৃষ্টিতে পাহাড় ধস ও প্রাণহানির শঙ্কা রয়েছে। পরিবেশ রক্ষা ও পাহাড় বাঁচাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চালিয়ে যাবে প্রশাসন।
×