ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ২৩:১০, ২৪ জুন ২০২০

গফরগাঁওয়ে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক \ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ল²ীপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ে দুজন মারা গেছেন। এরমধ্যে ল²ীপুরের রামগঞ্জে একজন রয়েছেন। এছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনায় স্বপন চন্দ্র মোদক (৫৫) নামে আরও এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে ময়মনসিংহের এস কে (সূর্যকান্ত) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত স্বপন চন্দ্র মোদক পÐিতপাড়া এলাকার বাসিন্দা। তার ছেলে করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। খবর নিজস্ব সংবাদদাতাদের। জানা যায়, রবিবার সন্ধ্যায় স্বপন চন্দ্র মোদক ও তার দুই ছেলে করোনা পজিটিভ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে স্বপন মোদক ও তার ছেলেদের ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে স্বপনের মৃত্যু হয়। এ নিয়ে গফরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলো। গফরগাঁওয়ে মোট আক্রান্ত ৪৯জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২জন। বগুড়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু \ স্টাফ রিপোর্টার জানান, বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ব্যক্তি মারা গেছেন। সোমবার রাতে ও মঙ্গলবার রাতে এই দুজন বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মারা যান। তারা হলেন নুরুল ইসলাম (৬৫) ও শ্রীবাস (৬৬)।
×