ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশাল রেড জোনের দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ০০:৩৯, ২৩ জুন ২০২০

বরিশাল রেড জোনের দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত স্থগিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিভাগের সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রেড জোন হিসেবে চিহ্নিত বরিশাল সিটি কর্পোরেশন এলাকার দুটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে আজ মঙ্গলবার থেকে লকডাউন হওয়ার কথা থাকলেও তা আপতত স্থগিত করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মতিন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি না করায় আপতত লকডাউন কার্যকর করা হচ্ছে না। তবে ছুটির প্রজ্ঞাপনের পরপরই তা কার্যকর করা হবে। এর আগে সোমবার দিনভর ওই দুইটি ওয়ার্ডে মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর করার জন্য জনগণকে সচেতন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়েছিল। সূত্রমতে, নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোনের আওতায়। এরমধ্যে সর্বোচ্চ আক্রান্ত এলাকা ১২ ও ২৪ নং ওয়ার্ড দুটি প্রথমপর্যায়ে আজ মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ লকডাউন করার কথা ছিল। দুটি ওয়ার্ডের লকডাউন থাকার পর যদি সংক্রমণ কমে যায় তাহলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী ওয়ার্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। নগরীর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ভুলু জানান, লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। তাদের সহযোগিতায় দুই শতাধিক স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেয়া হয়েছিল। ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানান, তারা সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছিলেন।
×