ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবির এমআইএস বিভাগ চালু হচ্ছে মোবাইল ও ওয়েবভিত্তিক এ্যাপ

প্রকাশিত: ২৩:২৮, ২৩ জুন ২০২০

ঢাবির এমআইএস বিভাগ চালু হচ্ছে মোবাইল ও ওয়েবভিত্তিক এ্যাপ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনাভাইরাস মহামারীর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। তাই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়টি মাথায় রেখে ঢাবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে চালু হতে যাচ্ছে মোবাইল ও ওয়েবভিত্তিক এ্যাপ। এই এ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই ক্লাস করতে পারবে। তাছাড়া থাকবে নানান সুবিধা এবং ফিচার। এই এ্যাপ চালু হলে বিভাগটির একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমও সম্পূর্ণ অনলাইনভিত্তিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়ন ও সহযোগিতায় নির্মিতব্য এই এ্যাপটি আগামী জুলাই মাসে আসবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, এই এ্যাপটি দিয়ে অনলাইনে পাঠদান, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম এবং বিভাগীয় সেবা প্রদান ত্বরান্বিতকরণসহ নানা ধরনের কাজ করা যাবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এমনকি বিভাগের সাবেক শিক্ষার্থীদের জন্য এই এ্যাপে যুক্ত হয়েছে বিভিন্ন ফিচার। এ্যাপের কার্যপ্রক্রিয়া সম্পর্কে বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল হাসান বলেন, আমাদের বিভাগে নিজস্ব শক্তিশালী সার্ভার রয়েছে। আর এ্যাপটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে সুসংগঠিত ডাটাবেইস সিস্টেম। এই দুইয়ের সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের একটি পেপারলেস একাডেমিক সিস্টেম উপহার দেয়ার আশা করছি।
×