ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একদিনে বিশ্বব্যাপী প্রায় দুই লাখ করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৩:১৫, ২৩ জুন ২০২০

একদিনে বিশ্বব্যাপী প্রায় দুই লাখ করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছেন। একদিনে প্রায় ২ লাখ আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো। আর থাইল্যান্ডে ২৮ দিন ধরে নতুন সংক্রমণ নেই। অন্যদিকে ভিজুয়াল টেস্টের উন্নয়ন করছে জাপানী কোম্পানি। ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত। দক্ষিণ কোরিয়ায় ফিরল করোনার দ্বিতীয় ঢেউ। খবর বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, জন হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটার ডন ইনফোর। করোনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে যাওয়া ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর মতে, সারাবিশ্বে সংক্রমিত হয়েছেন ৯১ লাখ ১৯ হাজার ৩৬৪ জন। মৃতের সংখ্যা বেড়ে চার লাখ ৭১ হাজার ৯৯৭ হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লাখ ৮৭ হাজার ৯১৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৭ লাখ ৪৬ হাজার ৭৮০ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৪ হাজার ৭৬৪ জন। সোমবার দিনের শুরুতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৮৬ জনের কথা জানা গেছে। একইদিন আরও এক হাজার ৫৯১ জন মারা গেছেন। মার্কিন জন হপকিন্স ইউনিভার্সিটির ড্যাশবোর্ডে দেখানো হচ্ছে, বিশ্বে ৮৯ লাখ ৭৫ হাজার ৭৭৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার লাখ ৬৮ হাজার ৭২৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লাখ ৪৮ হাজার ২৮১ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৫৬ হাজার ৮০২। মৃত্যু হয়েছে এক লাখ ২২ হাজার ২৫০ জনের। আক্রান্ত হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮৬ হাজার ৯৯০। এর মধ্যে ৫০ হাজার ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯২ হাজার ২৮০ জন। এর মধ্যে আট হাজার ২০৬ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৯৬। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে একদিনে রেকর্ড রোগী শনাক্ত ॥ বিশ্বে রবিবার একলাখ ৮৩ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। মহামারী শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এদিন উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই শনাক্ত হয়েছে এক লাখ ১৬ হাজার। ব্রাজিলে আরও ৬৪১ মৃত্যু ॥ ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ৮৬ হাজার ৯৯০ জন এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ৬৫৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে কারণ পরীক্ষার সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে প্রায় প্রতিদিন এক হাজারের বেশি মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়। ভারতে আর ৪৪৫ মৃত্যু ॥ ভারতে দিন দিন করোনা সংক্রমণ আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১৫ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৬ হাজার ৯১০ জনে। সরকারী হিসেবে শনাক্ত সোয়া ৪ লাখের মধ্য থেকে ভারতে এখন পর্যন্ত করোনায় ১৩ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ২৫২ জন। বিপরীতে এখনও চিকিৎসাধীন রয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৫৫ জন।
×