ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাত্রী সঙ্কটে বন্ধ সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস

প্রকাশিত: ২৩:৩৬, ২২ জুন ২০২০

যাত্রী সঙ্কটে বন্ধ সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যাত্রী না থাকায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশ রেলওয়ের সোনার বাংলা এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেস। সিডিউল অনুযায়ী ট্রেন দুটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা থাকলেও ছেড়ে যায়নি। রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে এ সার্ভিস সাময়িক বন্ধ রাখা হয়েছে। পূর্বাঞ্চলীয় রেলওয়ে সূত্রে জানা যায়, রবিবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল উপকূল এক্সপ্রেস নামের ট্রেনটি। কিন্তু যাত্রী সঙ্কটের কারণে ছাড়া হয়নি। একইভাবে আগের দিন শনিবার সকালে ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামে এলেও বিকেলে তা ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। রেলসূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের সিদ্ধান্ত থাকলেও তা সম্ভব হচ্ছে না যাত্রী না পাওয়ায়। বিশেষ করে ১৫ জুন থেকে ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করে পর্যায়ক্রমে লকডাউন শুরু এবং বিশেষ বিশেষ এলাকায় সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। সে জন্য শনিবার থেকেই বন্ধ রয়েছে সোনার বাংলা এবং উপকূল এক্সপ্রেস, যা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্থগিত থাকবে।
×