ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পুরান ঢাকার ৩ গোডাউনে কেমিক্যাল বিস্ফোরণ ॥ দগ্ধ দুই

প্রকাশিত: ২১:৫০, ৭ জুন ২০২০

পুরান ঢাকার ৩ গোডাউনে কেমিক্যাল বিস্ফোরণ ॥ দগ্ধ দুই

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার রায়েসাহেব বাজারে তিনটি গোডাউনে কেমিক্যাল বিস্ফোরণের পর অগ্নিকা-ে দুজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ একজনের নাম রকি (২৮), আইসিইউতে ভর্তি অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল শিকদার জানান, শনিবার ভোরে রায়সাহেব বাজারের লালচান মুকিম লেন এলাকার তিনটি গোডাউনে কেমিক্যাল বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, গোডাউন তিনটি ছিল নাট-বল্টু ও রাবারের। এগুলোতে বিশেষ এক ধরনের কেমিক্যাল দিয়ে মরিচা পড়া নাট-বল্টু পরিষ্কার করা হতো। সেই কেমিক্যাল বিস্ফোরণেই অগ্নিকা- ঘটেছে বলে ঘটনাস্থল থেকে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন ফায়ার সার্ভিস সদস্যরা। এ ঘটনায় দগ্ধ রকি (২৮) ও অন্য জনের নাম জানা যায়নি। তাদের দুজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এতে পুড়ে যায় তিনটি গোডাউনের জিনিসপত্র। উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়।
×