ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সন্ধ্যায়ই লকডাউন রাজধানীর ওয়ারী ও রাজাবাজার এলাকা

প্রকাশিত: ২১:৪১, ৬ জুন ২০২০

সন্ধ্যায়ই লকডাউন রাজধানীর ওয়ারী ও রাজাবাজার এলাকা

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী এলাকা লকডাউন করা হচ্ছে। আজ শনিবার সন্ধ্যা থেকেই পরীক্ষামূলকভাবে এই এলাকাগুলো লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর সূত্র। সরকার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন নতুন পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর এবং জেলা, যেগুলোতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলোকে চিহ্নিত করেছে। ব্যাকপভাবে সংক্রমিত এলাকগুলোকে ‘রেড জোন’ এর আওতায় এনে পুরোপুরি লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকার যেসব রেড জোন চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে দু’টিকে আজকেই পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সিদ্ধান্ত অনুযায়ী এরইমধ্যে পুরান ঢাকার ওয়ারী এবং পূর্ব ও পশ্চিম রাজাবাজারকে লকডাউন ঘোষণা করার কথা। বাকি এলাকাগুলো আগামীকাল রোববার লকডাউন করা হবে।
×