ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

করোনায় অধ্যাপক ডাঃ এসএএম কিবরিয়ার মৃত্যু

প্রকাশিত: ২১:৩৩, ৬ জুন ২০২০

করোনায় অধ্যাপক ডাঃ এসএএম কিবরিয়ার মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এসএএম কিবরিয়ার। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ঢামেক হাসপাতালের মর্গের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ জুন ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হন তিনি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টায় তার মৃত্যু হয় ।
×