ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাধারণ ছুটি ঘোষণার পর প্রস্তুত বিএফডিসি

প্রকাশিত: ১৭:২৯, ৩১ মে ২০২০

সাধারণ ছুটি ঘোষণার পর প্রস্তুত বিএফডিসি

অনলাইন রিপোর্টার ॥ করোনায় একদিকে মৃত্যু বাড়ছে, অন্যদিকে কর্মজীবী মানুষের সংগ্রামী জীবনও বসে নেই। স্বাস্থ্যবিধি মেনে জীবিকার তাগিদে কাজ ফিরছে মানুষ। করোনার কারণে অন্যান্য সেক্টরের মতো গেল ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিএফডিসির দাপ্তরিক কাজ বন্ধ ছিল। এবার শুটিং-এর জন্য প্রস্তুত হচ্ছে বিএফডিসি। গতকাল থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) শুটিং-এ ফিরবে। বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, এরই মধ্যে শুটিংয়ের জন্য বিএফডিসির ফ্লোরগুলোকে প্রস্তুত করা হয়েছে। চাইলে স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে ফ্লোরে শুটিং করতে পারবেন। তবে এখন পর্যন্ত শুটিংয়ের জন্য কেউ আসেনি। বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে। এদিকে আরও ৪০৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট নয় হাজার ৭৮১ জন সুস্থ হলেন। আজ রবিবার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
×