ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৬:১৫, ৩১ মে ২০২০

বরিশালে একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নতুন করে বরিশালে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এটাই বরিশালে একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। এনিয়ে জেলায় ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যারমধ্যে ৪৫ জন ব্যক্তি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসনের মিডিয়িা সেল সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন পুলিশের তিনজন ও জেলা পুলিশের দুইজন সদস্যসহ বাকেরগঞ্জের একজন, বানারীপাড়ার একজন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের গাড়ির চালক, শেবাচিম হাসপাতালের দুইজন নার্স ও তিনজন স্টাফ, স্বাস্থ্য বিভাগে কর্মরত সাতজন এবং নগরীর বিভিন্ন এলাকার ৩৫ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।
×