ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়াল

প্রকাশিত: ২১:৫৫, ২৯ মে ২০২০

ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়াল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা সাড়ে ১২ হাজার ও করোনাভাইরাস ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তের জন্য স্যাম্পল সংগ্রহের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। ফিভার ক্লিনিকে বুধবার ৩০৭ জনসহ এ পর্যন্ত ১২ হাজার সাত শ’ ৫২ রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। গত ২১ মার্চ ফিভার ক্লিনিক চালু করা হয়। অন্যদিকে গত ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় করোনাভাইরাস ল্যাবরেটরিতে বুধবারের ৩৫১ জনসহ এ পর্যন্ত ১৩ হাজার ২০ রোগীর স্যাম্পল শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে রোগীদের জন্য হেল্প লাইন, বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ ইতোমধ্যে চালু করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টারনাল মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, অবস এ্যান্ড গাইনী বিভাগ, শিশু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ হেলথ লাইনের অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে চোখ রাখুন রাত ৯টায় চোখ রাখুন আর টিভিতে। -বিজ্ঞপ্তি
×