ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা চাইলেই হবে না, আমরা যেতে পারব কিনা সেটা দেখতে হবে বললেন বিসিবি সভাপতি

প্রকাশিত: ০০:৪৫, ২১ মে ২০২০

শ্রীলঙ্কা চাইলেই হবে না, আমরা যেতে পারব কিনা সেটা দেখতে হবে বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার ॥ এই তো কয়েকদিন আগে শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে, জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ তারা আয়োজন করতে চায়। শ্রীলঙ্কার করোনাভাইরাস পরিস্থিতি এখন বেশ নিয়ন্ত্রণে। গত দুই সপ্তাহ ধরে সংখ্যাটি স্থিতিশীল আছে। এজন্যই মাঠে ক্রিকেট ফেরানোর কথা ভাবছে লঙ্কান বোর্ড। বাংলাদেশের আগে জুনের শেষ দিকে ভারতের বিরুদ্ধে সিরিজও আয়োজন করতে চায় তারা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান যা বলেছেন তাতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ। শ্রীলঙ্কা চাইলেই তো হবে না। আমাদের ক্রিকেটারদের আমরা পাঠাতে পারব কিনা, সেটা আগে দেখতে হবে। ওরা কোথায় থাকবে, কী করবে, এগুলো তো সহজ সিদ্ধান্ত নয়। তাছাড়া, একটা জায়গায় এখন অবস্থা ভাল আছে। এক মাস পর আবার অন্যরকম হতে পারে। এটা তো বলা যাচ্ছে না, শেষ হবে কোথায় বা কখন কী পরিস্থিতি হবে। আমরা অন্যদের একটু পর্যবেক্ষণ করব, আইসিসি-এসিসি কী করে, অন্য দেশগুলো কি করে, এসব দেখে আমরা সিদ্ধান্ত নেব। করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে বন্ধ হয়ে আছে সব ধরনের ক্রিকেট। স্থগিত হয়ে গেছে বাংলাদেশ দলের পাকিস্তান ও যুক্তরাজ্য সফর, পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। সেসব আবার আদৌ হবে কিনা, এই শঙ্কাও আছে যথেষ্ট। এই অবস্থায় বিসিবি সভাপতি সবকিছু ছেড়ে দিলেন সময়ের হাতে।
×