ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুশফিকের আহ্বান

প্রকাশিত: ২৩:৪২, ২০ মে ২০২০

মুশফিকের আহ্বান

স্পোর্টস রিপোর্টার ॥ করোনার প্রভাবে চারদিকে আতঙ্ক। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের পরিমাণ। এমন পরিস্থিতিতেও ঈদের কেনাকাটা করতে ভিড় করছেন দোকানগুলোয়। সম্প্রতিই সীমিত হারে মার্কেটগুলো খুলে দেয়ার পর থেকেই উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। আর এতে বেশ হতাশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি আহ্বান জানিয়েছেন, কেনাকাটা না করে সেই টাকায় অসহায় মানুষের সাহায্য করার। সবসময় বগুড়ায় বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছেন মুশফিক। কিন্তু এবার বাধ্য হয়ে ঢাকাতেই ঈদ করবেন। অন্যদের একই আহ্বান জানিয়েছেন তিনি। সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়ং বাংলা আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে মুশফিক এই আহ্বান জানিয়েছেন।
×