ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ডোমারে যুবলীগ নেতার বিচার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ২১:২৪, ২০ মে ২০২০

ডোমারে যুবলীগ নেতার বিচার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে স্ত্রীকে না নেয়ায় পশ্চিম হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিমের ওপর জোড়াবাড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি আজাহারুল ইসলাম জুয়েল বাহিনী কর্তৃক হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন আয়োজন করেন উপজেলার সকল শিক্ষক। মানববন্ধনে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, জাহাঙ্গীর আলম ও শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল ইসলাম তুর্য্য প্রমুখ। অপর দিকে যুবলীগ নেতা পাল্টা অভিযোগ করে বলেছেন ওই প্রধান শিক্ষক নৈশপ্রহরী নিয়োগ দেয়ার নামে দুই লাখ টাকা নিয়েছে। সেই টাকা ফেরত দিচ্ছেনা। বক্তারা বলেন, প্রকাশ্যে দিনের বেলায় যুবলীগ নেতা আমাদের এক প্রধান শিক্ষককে বাজারে মারধর করে। এ ঘটনায় মামলা হলেও আসামি এখনও গ্রেফতার হয়নি। যুবলীগ নেতা জুয়েলকে দ্রুত গ্রেফতারের দাবি করা হয়।
×